Ami To Kumir Dhore Anini - Manna Dey - Salil Chowdhury - Kabita
আমি তো কুমীর ধরে আনিনি ঘরে কেটে খাল অপরাধ এই - মাঝে মধ্যে একটু আধটু খাই মাল তাই এত গালাগাল ? বেশ আমি চললুম ।। ওরে আমার তো মতামত কেউ নেয় নি - জন্ম দেবার আগে এই দুনিয়ায় । কে বাপ, কে মা, কেবা ভাই বোন - আগে থেকে ফিক্স করা - ভারী অন্যায় । যদি আমার হাতে থাকতো - বিড়লা আমার বাবা হতো, সুচিত্রা সেন দিদি এবং টাটা জ্যাঠা হতো । কিন্তু এখনতো হাতে নেই আর কোনো উপায় । তাই বড় দুঃখে, অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবন তরী দিতে সামাল একটু আধটু খাই মাল তাই এত গালাগাল ? বেশ আমি চললুম । ভগবান দুনিয়ায় ফেলে দিয়েছেন সোনাদানা, ফলমুল, মুরগী, ছাগল । কিছু লোক হাতিয়ে তা নিয়ে রেখেছেন। আইন বানিয়ে তাতে দিয়েছে আগল । তারা বলছে, 'খেটে খাও আর মুনাফা বাড়াও, মুনাফার ভাগ নাও' । ওরে আমি কি বুঝি না, আমি এতই পাগল ? তাই বড় দুঃখে, অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবন তরী দিতে সামাল একটু আধটু খাই মাল তাই এত গালাগাল ? বেশ, বেশ আমি চললুম । ওরে লাগলে ট্যাকা দেন যে গৌরী সেন, চিন্তামনি, যিনি যোগান চিনি । হায়রে ভাগ্য, তারা কোথায় গেলেন ? এত লোক চিনি, শালার কেউ দেয় না চিনি । চাইলে বলেন, 'চাইছে ধার', কেউ দিতে চায় মার, ভীষণ জঘণ্য ব্যাপার । আরে, টাকা ছাড়া বোতলটা কি করে কিনি ? তাই বড় দুঃখে, অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবন তরী দিতে সামাল একটু আধটু খাই মাল তাই এত গালাগাল ? বেশ, আমি চললুম । ওরে অনেক দুঃখে তাই কার্ল মার্ক্স বলেছেন, না,না গান্ধীজি বলেছেন, না, না, না রবীন্দ্রনাথ বলেছেন । কে বলেছেন ঠিক মনে পড়ছে না, এবং ভুলে গেছি কি বলেছেন । হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে - কা তব কান্তা, কস্তে পুত্র, ওরে কে তোর গলত্র ? সবি মায়া দুনিয়ায় । যিনি ফেসেছেন, তিনি মরেছেন । তাই বড় দুঃখে, অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাল এই জীবন তরী দিতে সামাল একটু আধটু খাই মাল তাই এত গালাগাল ? বেশ আমি চললুম । Music : Salil Chowdhury "Ami To Kumir Dhare Anini" by Manna Dey
No comments:
Post a Comment