Tuesday, 29 September 2015
Sunday, 27 September 2015
Saturday, 26 September 2015
Ravi Shankar Chants of India (Full Album)
Thursday, 24 September 2015
Monday, 21 September 2015
Bharoto Bhagyo Bidhata | Rajkahini | রাজকাহিনী | Srijit Mukherji | 2015
গীতবিতানে পুরো গানটাই রয়েছে এই স্তবকগুলি সমেত..রবি ঠাকুরের এই গান..এত দিন পুরোপুরি এত ভালোভাবে কেউ গাননি. সত্যি অনবদ্য ঠাকুরের এই কথা ও সুর...সত্যি শরীরে কাঁটা দিল বার বার ,জাতীয় সঙ্গীতের পরবর্তী স্তবকগুলি এত সুন্দর করে উপস্থাপনা করেছেন... ধন্যবাদ সৃজিত ও তার গোটা টিম কে...
Singers: Kabir Suman, Kaushiki Chakraborty, Rupankar Bagchi,
Lopamudra Mitra, Rupam Islam, Babul Supriyo, Sraboni Sen
Siddharta Sankar Roy, Srikanto Acharya, Anupam Roy
Annwesha, Indraadip Das Gupta
এখানে গাওয়া স্তবকগুলি
অহরহ তব আহবান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে
প্রেমহার হয় গাঁথা ।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা !
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ।।
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ-ধাবিত যাত্রী ।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি ।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা ।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা !
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ।।
ঘোরতিমিরগন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে ।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা ।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা !
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ।।
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে -
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে ।
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা ।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা !
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ।।
Sunday, 20 September 2015
MANA CHALA NIJA NIKETANE AJOY CHAKRABORTY
মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে
মন চলো নিজ নিকেতনে।
বিষয়-পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেহ নয় আপন
পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপনজনে
মন চলো নিজ নিকেতনে।
সত্যপথে মন কর আরোহণ,
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
গোপনে অতি যতনে
লোভ-মোহাদি পথে দস্যুগণ,
পথিকের করে সর্বস্ব সমশন
পরম যতনে রাখোরে প্রহরী
শম, দম দুইজনে
মন চলো নিজ নিকেতনে।
সাধুসঙ্গ নামে আছে পান্থধাম,
শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম
পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থনিবাসী গণে।
যদি দেখ পথে ভয়েরই আকার
প্রাণপণে দিও দোহাই রাজার
সে পথে রাজার প্রবল প্রতাপ,
শমণ ডরে যার শাসনে।
মন চলো নিজ নিকেতনে।
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে।
Saturday, 19 September 2015
Sunday, 13 September 2015
Wednesday, 9 September 2015
Subscribe to:
Posts (Atom)